Menu

Monthly Report

Image

Monthly Human Rights Report January 2025

বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর অতিবাহিত হলেও এ দেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। স্বাধীনতার পর গত ২০২৪ সালে মানবাধিকার পরিস্থিতি ছিল সবচেয়ে ভীতিকর ও চরম উদ্বেগজনক। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে জনতার মাঝে স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদনের আকাঙ্ক্ষা সৃষ্টি হলেও তার প্রতিফলন মূলত ঘটেনি। সরকার এবং সংশ্লিষ্টরা এ চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতা দেখাতে পারেনি। ২০২৫ সালের প্রথম মাস জানুয়ারিতে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের আশা থাকলেও এর প্রকৃত অবস্থা হতাশাজনক। নতুন বছরের নতুন মাসে মানবাধিকার পরিস্থিতির সার্বিক উন্নয়নের কথা থাকলেও মানবাধিকার লঙ্ঘনের পূর্বের ধারা অব্যাহত থাকার পাশাপাশি এতে নতুন ধারাও যুক্ত হয়েছে।