“মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি” কর্মসূচী

পদের নাম: জেলা সমন্বয়কারী
পদ সংখ্যা: ৩টি

‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচ আর এস এস)’ ৩টি জেলা থেকে “মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি” কর্মসূচী বাস্তবায়নে আগ্রহীদের আবেদনপত্র আহবান করছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম জেলার প্রতিটি থেকে ১ জন করে মোট ৩ জন জেলা সমন্বয়কারী নেয়া হবে।

মেয়াদকালঃ ১০ মাস
চাকরির ধরণ: ঢাকা জেলার জন্য ফুল টাইম/অন্য ২ জেলার জন্য পার্ট টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধা সমূহঃ
১. প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে মানবাধিকার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন।
২. মানুষের অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে পারবেন।
৩. কর্মসূচী শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
৪. মাসিক সম্মানী প্রদান করা হবে।

শর্তসমূহঃ
১. ন্যুনতম স্নাতক পাশ।
২. উল্লেখিত জেলাসমূহে অধ্যয়নরত/পাশ কৃত, সংশ্লিষ্ট জেলার অধিবাসি।
৩. ফুল টাইমের জন্য সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ৮ ঘন্টা কাজ করতে হবে।
৪. পার্ট টাইমের জন্য সপ্তাহে ৫ দিন, প্রতিদিন ৪ ঘন্টা কাজ করতে হবে।
৫. ব্যক্তিগত ল্যাপটপ/ডেস্কটপ থাকতে হবে।
৬. নেতৃত্বের ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

আবেদনের সর্বশেষ তারিখ: ০৫ অক্টোবর, ২০২৩

আগ্রহী প্রার্থীদের নিচের লিংকে গিয়ে আবেদন ফর্ম পূরণ করার জন্য বলা হচ্ছে।

https://forms.gle/7jko4hx77q9n6R6R7

যোগাযোগ: মোবাইল +০১৩০৩৩৭৯৪১০, +০১৭৯১২২৭৪২০ , ইমেইলঃ [email protected]