‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)’
ঢাকা জেলা থেকে “মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি” কর্মসূচী বাস্তবায়নে আগ্রহী ৩০ জন যুব স্বেচ্ছাসেবকদের আবেদনপত্র আহবান করছে।

মেয়াদকালঃ ৮ মাস

সুবিধা সমূহঃ
১. প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে মানবাধিকার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন।
২. মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারবেন।
৩. কর্মসূচী শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
৪. এইচ আর এস এস এর সাথে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়া যাবে।

শর্তসমুহঃ
১. ন্যুনতম স্নাতক পাশ অথবা অধ্যয়ন রত।
২. মানবাধিকার বিষয়ে প্রতিদিন ১ ঘন্টা সময় ব্যয় করার মানসিকতা থাকতে হবে।
৩. ঢাকা জেলায় অধ্যয়নরত/পাশকৃত/জেলার অধিবাসি।

আবেদনের সর্বশেষ তারিখ ০৫ ডিসেম্বর, ২০২৩

রেজিষ্ট্রেশন লিংক- https://forms.gle/bcDw9WTKt8GccQE26
যোগাযোগ: মোবাইল +০১৩০৩২৪৪২৮৭, +০১৭৯১২২৭৪২০
ইমেইলঃ [email protected]