News Details
 
                            
                        HR Report September-2025
২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি ছিলো হতাশাজনক। সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় যে, মব সহিংসতা, গণপিটুনিতে নির্যাতন ও হত্যা, শ্রমিকদের ওপর হামলা, পাহাড়ে সহিংসতা, মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর, মাজারে হামলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও গুলিতে মৃত্যু বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকদের উপর হামলা, রাজনৈতিক সহিংসতা, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, নারী নিপীড়ণ ও ধর্ষণ, শিশু নির্যাতন, কারাগারে মৃত্যু, সভা-সমাবেশে বাধা প্রদানের মতো ঘটনা অব্যহত রয়েছে। এসময়ে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, ও হত্যাসহ বেশ কিছু সামাজিক অপরাধ ঘটেছে যা জনমনে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। এছাড়া, ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাভাষী মানুষদেরকে পুশইন করা, এমনকি নিরীহ বাংলাদেশিকে আহত ও গ্রেফতার এবং মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশি জেলেদেরকে গ্রেফতারের মত বিভিন্ন ঘটনা মানবাধিকার পরিস্থিতির বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে:
 
                                    
                                