Career
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটিতে নিয়োগ
'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)' একটি অরাজনৈতিক, অলাভজনক ও বাংলাদেশভিত্তিক বেসরকারী মানবাধিকার প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষের মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য এইচআরএসএস নিরলসভাবে তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। যুব সমাজের মধ্যে যারা মানুষের মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার ও মানবাধিকার সেক্টরে ক্যারিযার গড়তে আগ্রহী তাদের কাছ থেকে এইচআরএসএস নিন্মোক্ত পদসমূহে দরখাস্ত আহবান করছে।
১. প্রোগ্রাম অফিসার- ১জন
২. ইনভেস্টিগেশন অফিসার- ১জন
৩. জুনিয়র ইনভেস্টিগেশন অফিসার- ১জন
৪. জুনিয়র ডকুমেন্টেশন অফিসার- ১জন
৫. ঢাকা জেলা সমন্বয়কারী- ১জন
৬. সিলেট জেলা সমন্বয়কারী- ১জন
৭. চট্টগ্রাম জেলা সমন্বয়কারী- ১জন
১. প্রোগ্রাম অফিসার- ১জন
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী অনার্স অথবা অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
অভিজ্ঞতা: মানবাধিকার সেক্টরে/ গবেষণামূলক কাজের কমপক্ষে ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
২. ইনভেস্টিগেশন অফিসার- ১জন
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী অনার্স অথবা অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
অভিজ্ঞতা: মানবাধিকার সেক্টরে/ সাংবাদিকতা কাজের কমপক্ষে ২ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
৩. জুনিয়র ইনভেস্টিগেশন অফিসার- ১জন
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী অনার্স অথবা অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
অভিজ্ঞতা: মানবাধিকার সেক্টরে/ সাংবাদিকতা কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
৪. জুনিয়র ডকুমেন্টেশন অফিসার- ১জন
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী অনার্স অথবা অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
অভিজ্ঞতা: মানবাধিকার সেক্টরে/ সাংবাদিকতা কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
মেয়াদকালঃ
৫. ঢাকা জেলা সমন্বয়কারী- ১জন
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী অনার্স অথবা অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
অভিজ্ঞতা: মানবাধিকার সেক্টরে/ সাংবাদিকতা কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
মেয়াদকালঃ ২১ মাস
ধরণ: ফুল টাইম
৬. সিলেট জেলা সমন্বয়কারী- ১জন
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী অনার্স অথবা অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
অভিজ্ঞতা: মানবাধিকার সেক্টরে/ সাংবাদিকতা কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
মেয়াদকালঃ ২১ মাস
ধরণ: পার্ট টাইম
৭. চট্টগ্রাম জেলা সমন্বয়কারী- ১জন
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী অনার্স অথবা অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
অভিজ্ঞতা: মানবাধিকার সেক্টরে/ সাংবাদিকতা কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
মেয়াদকালঃ ২১ মাস
ধরণ: পার্ট টাইম
শর্তাবলী ও আবেদন প্রক্রিয়া:
১। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
২। প্রার্থীর এস.এস.সি বা সমমান ও এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.০০ বা তদূর্ধ্ব এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে ৪.০০ পয়েন্ট স্কেলে কমপক্ষে ৩.২৫ বা বা তদূর্ধ্ব থাকতে হবে।
৩। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ক। নাম, খ। পিতা ও মাতার নাম, গ। বর্তমান ঠিকানা, ঘ। স্থায়ী ঠিকানা, ঙ। জন্ম তারিখ ও জমা দেয়ার শেষ তারিখে বয়স, চ। মোবাইল নাম্বার, ছ। শিক্ষাগত যোগ্যতা, জ। বর্তমান থেকে ক্রমানুসারে অভিজ্ঞতা, সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ।
৪। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অথবা যে কোনো শর্ত শিথীল বা সংযোজন করার ক্ষমতা সংরক্ষণ করে।
৫। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
৬। আগ্রহী প্রার্থীদের নিচের লিংকে গিয়ে আবেদন ফর্ম পূরণ করার জন্য বলা হচ্ছে-
ফর্ম পূরণঃ https://forms.gle/oLhQ89hqdvL5sXGp9
আবেদনের সর্বশেষ তারিখ: ১৯ অক্টোবর, ২০২৪
সময়: রাত ১২.০ টা
যোগাযোগ: মোবাইল ০১৭৯১২২৭৪২০, ০১৯৩৮৪৩৪৪৩৭,

ইমেইলঃ [email protected]
জয়েন হতে নিচের লিংকে গিয়ে গুগল ফর্মটি পূরণ করুন -
Google Form Link: https://forms.gle/oLhQ89hqdvL5sXGp9