Volunteer
"মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি'' কর্মসূচী স্বেচ্ছাসেবক নিয়োগ বিজ্ঞপ্তি
"মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি'' কর্মসূচী
স্বেচ্ছাসেবক নিয়োগ বিজ্ঞপ্তি
'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)'
০৩ টি জেলা থেকে "মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত করার জন্য যুব সচেতনতা ও সক্ষমতা তৈরি'' কর্মসূচী বাস্তবায়নে আগ্রহী যুব স্বেচ্ছাসেবকদের আবেদনপত্র আহ্বান করছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম জেলার প্রতিটি থেকে ৩০ জন করে মোট ৯০ জন স্বেচ্ছাসেবক নেয়া হবে।
মেয়াদকালঃ ১০ মাস
সুবিধা সমূহঃ
১. প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে মানবাধিকার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন।
২. মানবাধিকার কর্মী হিসাবে মানুষের অধিকার রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে পারবেন।
৩. কর্মসূচী শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
৪. 'এইচআরএসএস' এর সাথে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়া যাবে।
৫. উচ্চশিক্ষা, মানবাধিকার ও এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ।
শর্তসমুহঃ
১. ন্যুনতম স্নাতক পাশ অথবা অধ্যয়ন রত।
২. উল্লেখিত জেলাসমূহে অধ্যয়নরত/পাশ কৃত, সংশ্লিষ্ট জেলার অধিবাসী।
আবেদনের সর্বশেষ তারিখ ১৫ অক্টোবর , ২০২৫
রেজিষ্ট্রেশন লিংক
জয়েন হতে নিচের লিংকে গিয়ে গুগল ফর্মটি পূরণ করুন -
Google Form Link: https://forms.gle/T5S6H8vJ8tWc7PcD9