ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে এক ছাত্রীকে স্টাম্প দিয়ে পেটানোর অভিযোগ, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর তীব্র নিন্দা ও প্রতিবাদ।

Press Release regarding Iden Student got beaten by BCL খারাপ আচরণের প্রতিবাদ করায় রাজধানীর ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সাধারণ শিক্ষার্থী মহুয়া আক্তারকে স্টাম্প দিয়ে পেটানোর পর তাঁর চুল ছিঁড়ে ফেলা এবং বঁটি নিয়েও তাঁকে ধাওয়া করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কলেজের বঙ্গমাতা ফজিলাতুন নেছা হলের ৫০৬ নম্বর রুমে এই নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নেত্রীর নাম নুজহাত ফারিয়া রোকসানা। তিনি ইডেনের ছাত্রলীগের সহসভাপতি। ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘রোকসানা হলে সিট বাণিজ্য করেন। আমি রোকসানাকে ৩০ হাজার … Continue reading ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে এক ছাত্রীকে স্টাম্প দিয়ে পেটানোর অভিযোগ, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর তীব্র নিন্দা ও প্রতিবাদ।