Press Release regarding Iden Student got beaten by BCL

খারাপ আচরণের প্রতিবাদ করায় রাজধানীর ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সাধারণ শিক্ষার্থী মহুয়া আক্তারকে স্টাম্প দিয়ে পেটানোর পর তাঁর চুল ছিঁড়ে ফেলা এবং বঁটি নিয়েও তাঁকে ধাওয়া করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কলেজের বঙ্গমাতা ফজিলাতুন নেছা হলের ৫০৬ নম্বর রুমে এই নির্যাতনের ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নেত্রীর নাম নুজহাত ফারিয়া রোকসানা। তিনি ইডেনের ছাত্রলীগের সহসভাপতি। ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘রোকসানা হলে সিট বাণিজ্য করেন। আমি রোকসানাকে ৩০ হাজার টাকা দিয়ে হলে উঠেছি। কিন্তু এক বছর হয়ে গেলেও এখনও সিট দেননি। বরং আমাদের দিয়ে তাঁর ব্যক্তিগত কাজ করান, তাঁর জুতা পর্যন্ত পরিস্কার করান। তাঁর কাজ করতে রাজি না হলে তিনি ছাত্রীদের বাজে ভাষায় গালিগালাজ করেন।’
তিনি বলেন, ‘তাঁর (রোকসানা) রুমে μিকেট স্টাম্প আছে। কথা না শুনলে তিনি স্টাম্প দিয়ে মারধর করেন। তিনি সবার সঙ্গেই বাজে আচরণ করেন। আমি তাঁর এই খারাপ আচরণের প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার রুমে এসে আমাকে স্টাম্প দিয়ে মারেন। এরপর তিনি বঁটি নিয়ে আমাকে মারতে এলে আমি চিৎকার করে রুম থেকে বের হয়ে যাই। পরে অন্যরা এগিয়ে এসে আমাকে বাঁচান।’
একজন শিক্ষার্থীর সাথে এ ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত এমন আচরণ শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীদের উপর নির্যাতন ও অত্যাচার করা অত্যন্ত জঘন্য কাজ ও ফৌজদারী অপরাধ মনে করে এইচআরএসএস । এইচআরএসএস এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।