Ref: hrss/2017/ka/19                                                                                                                                  Reg. No: S-12473/2016

 ২৪ সেপ্টেম্বর, ২০১৮

সম্মানিত বার্তা সম্পাদক/অ্যাসাইনমেন্ট এডিটর

সকল টিভি চ্যানেল, সংবাদপত্র ও সংবাদ সংস্থা

 

বিষয়: মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে সাক্ষর না দেওয়ার আহবান এবং ২৯ শে সেপ্টেম্বর সম্পাদক পরিষদ কর্তৃক আহুত মানব বন্ধন কর্ম সূচীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র (এইচ আর এস এস) বিবৃতি ঃ

 

সাম্প্রতিক কালে জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাশের মধ্য দিয়ে মত-প্রকাশের স্বাধীনতা সংকুচিত, ভয়ের সংস্কৃতি বেগবান এবং এই আইনের ক্ষমতাবলে পুলিশ যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার, যে কোন কম্পিউটার, ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করার ক্ষমতা প্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে পুলিশ নিরংকুশ ক্ষমতা প্রর্দশন করার সুযোগ পাবে। এতে গণমাধ্যমে স্বাধীন মত ও সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হবে।
মানবাধিকার সংস্থা সমূহের কাজের ক্ষেত্র সংকুিচত ও বাধাগ্রস্ত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকশিত ধারা ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে সামাজিক তথ্যপ্রবাহ চরম সংকটের মধ্যে নিপতিত হবে। সর্বোপরি সমাজ ভীতিকর পরিস্থিতির মধ্যে নিপতিত হবে।
তাই আমরা এ আইনটি মহামান্য রাষ্ট্রপতি যাতে চূড়ান্ত অনুমোদন না দিয়ে পুনঃ বিবেচনার জন্য ফেরত পাঠান, সে আহবান জানাচ্ছি।
পাশাপাশি আমরা আগামী ২৯ শে সেপ্টেম্বর সম্পাদক পরিষদ কর্তৃক আহুত মানববন্ধন কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।
ধন্যবাদসহ-


নূর খান লিটন
উপদেষ্টা
মোবাইল নং: ০১৭১৪০২৫১৭৯
হিউম্যান রাইট্স সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)