আসুন, আমরা ভয়কে জয় করে বিপগ্রস্ত মানুষের পাশে দাড়াই।
 
 
সারা পৃথিবীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকারে দেখা দিয়েছে। আমাদের দেশ ও অঞ্চল এ থেকে মুক্ত নয়। এর প্রকোপে দেশে ইতিমধ্যে কয়েকশত মানুষ প্রাণ হারিয়েছে। অসংখ্য মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। দেশে স্বাস্থ্য-সেবার সীমাবদ্ধতার পরেও আক্রান্তদেও চিকিৎসা দেয়ার চেষ্টা হচ্ছে। সাম্প্রতিককালে দুঃখজনক হলেও কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে-এভাবে অনেক হাসপাতালে ছুটাছুটি করছে। পথিমধ্যে অনেকেই চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন। সমাজে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসক ,স্বাস্থ্যকর্মীরা নিগৃহীত হচ্ছেন। অনেককে বাসা-বাড়ী ছাড়তে বাধ্য করা হচ্ছে। মৃতদেহ সৎকার /দাফনে বাধা দেয়া হচ্ছে। রোগী বা মৃতদেহ ফেলে দেয়া হচ্ছে। এমনকি, সন্তান তার মাতাকে জঙ্গলে ফেলে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। মানুষ যেখানে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে,সেখানে আমরা এর বিপরীত চিত্রটি লক্ষ্য করছি।
 
আসুন, আমরা ভয়কে জয় করে বিপগ্রস্ত মানুষের পাশে দাড়াই।
 
# সন্দেহভাজন ব্যক্তি ও করোনা ভাইরাস রোগীদের বাসা থেকে পরীক্ষা কেন্দ্র ও হাসপাতালে আনা নেয়া।
# মৃতদেহ দাফন/সৎকারের ব্যবস্থা করার নিমিত্তে আমরা ইতিমধ্যে ২০ জনের একটি টিম প্রস্তুত করেছি।
এ কাজে জরুরি ভিত্তিতে ২টি অ্যাম্বুলেন্স (অক্সিজেন সিলিন্ডার ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদিসহ) ২০ জনের টিম সদস্যের পিপিই সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রয়োজন।
আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় এ কাজটি সফল করা সম্ভব।
আপনার আর্থিক সহযোগিতা বিকাশ করুন।
 
বিকাশ : ০১৭৯১২২৭৪২০ সাইফুল ইসলাম
রকেট: ০১৫২০১০৪৭৪৭৩ ইমামুল হুসাইন
 
নিবেদক
মোঃ নূর খান ইজাজুল ইসলাম
উপদেষ্টা র্নিবাহি পরিচালক
 
হিউম্যান রাইটস সাপোট সোসাইটি (এইচ আর এস এস)
যোগাযোগ: ০১৫২০১০৪৭৪৭