আমরা মানব সভ্যতার এক ক্রন্তিকাল অতিক্রম করছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। ৮ই মার্চ হতে বাংলাদেশেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বেড়েছে। অপরদিকে করোনা সংক্রমন নিয়ন্ত্রন করতে ১১ মার্চ পর্যন্ত সরকারী ভাবে লকডাউনের কারনে নিম্মবিত্ত ও মধ্যবিত্ত মানুষের বাড়ছে দূর্ভোগ এবং অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এমতাবস্থায় এইচআরএসএস ’Human Rights Defenders Society‘ ও ঢাকাস্থ সেচ্ছাসেবকদের আমন্ত্রন করছে মানবতার কল্যানে এগিয়ে এসে ভুক্তভোগী পরিবার ও ব্যাক্তিদের পাশে দাঁড়াতে।
 
আমরা সেচ্ছাসেবদের নিয়ে যে সকল কাজ সমূহ করতে চাইঃ
 
১) খাদ্য সহায়তা প্রদান
২) চিকিৎসা সহায়তা প্রদান
৩) মৃত ব্যক্তিকে বহন ও দাফন কার্যে সহযোগীতা করা।
 
যারা মানবতার কল্যানে মহতি ‍উদ্যোগে অংশ নিতে ইচ্ছুক তারা
রেজিস্ট্রেশন করুন https://forms.gle/kSH91U1nyf9L7ogLA
 
এবং জয়েন করুন আমাদের সেচ্ছাসেবক টীমের সাথে ফেসবুক গ্রুপে https://www.facebook.com/groups/910069639417292
 
বিদ্রঃ উক্ত বিষয়ে সরকারের অনুমতি সাপেক্ষে কার্যক্রম শুরু করা হবে।
 
All we are concerned about the Covid-19 virus outbreak in Bangladesh. Since 8th March both the number of deaths and infected people from corona virus pandemic is remarkably rising in Bangladesh. On the other hand, people lives from hand to mouth and lower middle class are severely suffering as the government has extended the lock-down till 11th April and restricted people to go out to control the outbreak of corona virus pandemic. So the over all condition will be worst and intimidating. In this regard, we, HRSS are inviting volunteers from Dhaka city who are willing to work with us to provide following assistance to the vulnerable people.
 
Steps we are willing to take :
 
1) provide food assistance
2) provide medical support
3) Assistance to bear and funeral of death body.
 
NB: In this regard, we need government permission. If government gives permission then we will start
 
Google Form: https://forms.gle/kSH91U1nyf9L7ogLA