পদযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে ”এইচআরএসএস” মানবাধিকার দিবস পালন
“হিউম্যান রাইট্স সাপোর্ট সোসাইটি”( Human Rights Support Society-HRSS) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে। ১০ই ডিসেম্বর, ২০১৯ মঙ্গলবার সকাল ৯.৩০ টায় জাতীয় শহীদ মিনারে “হিউম্যান রাইট্স সাপোর্ট সোসাইটির” উপদেষ্টা নুর খান লিটন এর সভাপতিত্বে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ বাহাউল হাসান সবুজ, “হিউম্যান রাইট্স সাপোর্ট সোসাইটি ” এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম,।
পদযাত্রাটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন- দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। অহরহ ঘটছে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, শিশু নির্যাতন, সীমান্তে বিএসএফ্ ও বিজিপি  কর্তৃক নিরীহ বাংলাদেশী হত্যা ও নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও পাচারের ঘটনা। এমনকি রাষ্ট্র নিজেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। সরকারী বাহিনী কতৃক গুমের হাত থেকে রক্ষা পাচ্ছেনা রাজনৈতিক নেতা-কর্মী , কুটনৈতিক ব্যক্তি এমনকি সাধারণ মানুষ। ঘরে-বাইরে সাধারণ মানুষের যেন কোথাও কোনো নিরাপত্তা নেই। বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে রয়েছে। ভয়ের সংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি দেশকে সর্বনাশের দিকে ধাবিত করছে। এ অবস্থায় ভয়কে জয় করে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাক স্বাধীনতা-গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানুষের সকল ধরণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা আরো দাবি করেন সরকারী বাহিনী কতৃক যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘঠেছে তার বিচারকার্যের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।