মানবাধিকার কর্মশালা (২দিন ব্যাপী)

Loading Events
  • This event has passed.
Description

•হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ২ দিন ব্যাপী মানবাধিকার কর্মশালা আয়োজন করতে যাচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন কিংবা কাজ করতে ইচ্ছুক এমন আগ্রহীদের নিয়ে সাজানো হয়েছে আমাদের কর্মশালা।
আমরা দেশব্যাপী ৮০ জন আগ্রহী প্রার্থীর আবেদন গ্রহন করবো।

• আলোচ্য বিষয় সমূহ:
১. মানবাধিকারের মৌলিক ধারণা, প্রয়োজনীয়তা এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকারের ধারাসমূহ।
২. পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে করনীয়।
৩. গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ড- প্রেক্ষিত বাংলাদেশ
৪. তথ্য-অনুসন্ধান ও প্রতিবেদন লিখন
৫. মানবাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের করনীয়
৬. রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে করনীয়

• আমরা আশা করছি ২ দিন ব্যাপী মানবাধিকার কর্মশালায় অংশগ্রহনের মাধ্যমে আপনি মানবাধিকার বিষয়ে প্রাথমিক ও পরিপূর্ণ ধারনা পাবেন। মানবাধিকার রক্ষায় প্রতিকুলতা, পরিবেশ ও প্রয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যা নিজ ও পারিপার্শ্বিক মানবাধিকার রক্ষায় আপনাকে বিশেষ সহায়তা করবে।
যে কোনো পেশা ও বয়সের সবাই অংশ নিতে পারবেন, কেননা আমরা বিশ্বাস করি সকল মানুষকে তার নিজের এবং সমাজের সবার অধিকারের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।
মানবাধিকার রক্ষায় মাঠ পর্যায়ে কাজ করেন এমন মেনটর ও শিক্ষকদের দ্বারা সকল সেশন সমূহ পরিচালনা করা হবে।

*কর্মশালা শেষে সবাইকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।*

তারিখঃ ২৫-২৬ সেপ্টেম্বর, ২০২০
সময়ঃ ৯.৩০- ১২.৩০ (সকাল)
মাধ্যমঃ জুম এপ (অনলাইন)
যোগাযোগ:
০১৭৯১২২৭৪২০, ০১৫২০১০৪৭৪৭, [email protected];

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/vfXMXzA4PvenR8X18

Facebook Event: https://www.facebook.com/events/676873436584166

রেজিস্ট্রেশন এর সময়সীমাঃ ২২ সেপ্টেম্বর, ২০২০
রেজিস্ট্রেশন ফিঃ ১০০/-

রেজিস্ট্রেন ফি প্রদানের সময়সীমাঃ ২৩ সেপ্টেম্বর, ২০২০ (রেজিস্ট্রেন কনফার্মেশন মেইল/মেসেজ পাওয়ার পর ফি প্রদান করতে হবে।)

ফি প্রদানের মাধ্যমঃ
বিকাশ: সেন্ড মানি করবেন ০১৭৯১২২৭৪২০(বিকাশ পার্সনাল), ০১৭৯১২২৭৪২০২ (রকেট) নাম্বারে।
*ফি প্রদান শেষে অবশ্যই নাম, মোবাইল নাম্বার, ট্রানসেকশন আইডি লিখে মেসেজ করতে হবে ০১৭৯১২২৭৪২০ নাম্বারে।

Start Date - End Date

Sep 25, 2020 - Sep 26, 2020

Start Time - End Time

9:30 am - 12:30 pm

Cost

৳100

Category

Organizer

Human Rights Support Society

Phone

01520104747, 01791227420

Share This