৩০ আগস্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। ২০১০ সালের ডিসেম্বরে ”ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স” এই আন্তর্জাতিক সনদ কার্যকর হয়। তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।
 
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে “গুম দিবসের ডাক- স্বাধীন তদন্ত কমিশন গঠন কর “ এই প্রতিপাদ্য নিয়ে গুমের স্বীকার ব্যাক্তিদের পরিবারদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে। সভায় বক্তব্য রাখেন এইচআরএসএস এর সাবেক ও বর্তমান নির্বাহী পরিচালক। অনুভুতি প্রকাশ ও দাবি পেশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।