সংবাদ বিজ্ঞপ্তি
নিজের সুরক্ষা নিশ্চিত করে মানুষের পাশে দাড়ানোর আহবান এইসআরএসএস এর

সাম্প্রতিক সময়ে ৩১ ডিসেম্বর ২০১৯, চীনের হুবেই প্রদেশের বন্দর নগরী উহান থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসটি শুরু হলেও এখন পর্যন্ত পৃথিবীর ১৯৯ দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ২৯ শে মার্চ পর্যন্ত বিশ্বে ৬ লক্ষ ২৫ হাজার ৭৯ জন আক্রান্ত হয়েছে এবং ৩০ হাজার ৩ শত ১৩ জন মৃত্যু বরণ করেছে। বৈশ্বিক এই মহামারীটি ৭ই মার্চ ২০২০ প্রথম বাংলাদেশে শনাক্ত হয়। আইইডিসিআর, সাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, ২৯ শে মার্চ পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছে এবং ৫ জন ব্যক্তির মৃত্যু হয়েছে।এমতাবস্তায় বিশ্ব সাস্থ্য সংস্থা গত ১১ই মার্চ থেকে করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবকে বিশ্ব-মহামারী হিসেবে ঘোষনা করলেও বাংলাদেশে নানা বিভ্রান্তি,গুজব, সরকারি পর্যায়ে নানা অব্যবস্থাপনা ও অদূরদর্শিতা এবং সাধারন জনগনের অসহযোগিতা ও অসচেতনতা বর্তমান পরিস্থিতিকে আরো জটিল ও কঠিন করে তুলেছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করেছি, তেজগাওয়ে চাঁদা না দেয়ায় করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্মাণাধীন হাসপাতালের কাজ ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফি কর্তৃক বাধা দেয়া হয়েছে, খিলগাওয়ে করোনা আক্রান্ত রোগীর দাফনে বাধা দেয়া হয়েছে এবং কোন কোন জায়গায় এ্যাম্বুলেন্সে রোগীদের নেয়া হচ্ছে না। মানুষ এখন মানুষের পাশে দাড়াতে ভয় পায়। এমতাবস্তায় এইচআরএসএস এর উপদেষ্টা নুর খান বলেন, প্রতিটি নাগরিকের উচিত নিজের সুরক্ষা নিশ্চিত করে বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়ানো। মনে রাখতে হবে যিনি অসুস্থ হচ্ছেন তার কোন অপরাধ নেই, এই অসুস্থ আমি বা আপনি যে কেউ হতে পারি। বাঙ্গালি জাতি সব সময় ঐক্যবদ্ধভাবে দূর্যোগ মোকাবেলা করেছে । সুতরাং এই মহাবিপর্যয় থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আমাদের মানুষের পাশে দাড়াতে হবে এবং সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে।